ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘নৈতিকতার’ বেড়াজালে আফগান নারী মন্ত্রণালয়! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে তালেবান সরকার গঠিত হওয়ার পর এবার দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামফলক মুছে বসানো হয়েছে নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের ফলক। তালেবানের দাবি, ইসলাম রক্ষার কাজ করবে নতুন এই মন্ত্রণালয়। তবে নারী মন্ত্রণালয়ের ভবিষৎ কী, কিংবা আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গেল কয়েকদিনে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, সেখানকার নারী কর্মীরা কয়েকসপ্তাহ ধরেই কাজে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাদের বাড়ি ফিরে যেতে বলা হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, ওই মন্ত্রণালয় ভবনের গেটে তালা। 

এ বিষয়ে এক নারী কর্মী বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কিন্তু তিনি যে বিভাগে কাজ করতেন অর্থাৎ ‘নারী মন্ত্রণালয়’ এখন সেটিই নেই। তার প্রশ্ন, আফগান নারীদের এখন কী করা উচিত? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি তালেবান সরকার।

নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে দেয়া অবশ্য খুব একটা আশ্চর্যজনক নয় বলেও মনে করছেন আফগান নারীরা। কারণ ২০০১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটিতে যখন তালেবান ক্ষমতায় ছিল, তখনও মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। কর্ম এবং শিক্ষা থেকে নিষিদ্ধ করা হয়েছিল নারীদের। সে সময় আইন করে নারীদের কঠোর পর্দা মেনে চলতে বাধ্য করা হয়।

তবে দুই দশক পর এবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে সেই কট্টর অবস্থান থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের প্রতিশ্রুতি ও বাস্তবতার পার্থক্য স্পষ্ট হচ্ছে। সূত্র: রয়টার্স

এসবি/এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি