ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে চায় তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে যোগ দিতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। এই আগ্রহের কথা জানিয়ে গত সোমবার জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠিও দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, তালেবানের চিঠি পাওয়ার বিষয়টি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে জানান, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান।

জাতিসংঘ নিযুক্ত ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে এই চিঠিতে।

জাতিসংঘের এই অধিবেশনে গোলাম ইসাকজাইয়েরই অংশ নেয়ার কথা রয়েছে। তবে তালেবান সরকার ইসাকজাইয়ের পরিবর্তে সুহাইল শাহিনকে জাতিসংঘে স্থানীয় প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ায় জটিলতা শুরু হয়েছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব সংস্থার নয় সদস্যের একটি কমিটি। তবে তা সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে সম্ভব কিনা তা নিশ্চিত নয়।  সূত্র: বিবিসি

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি