ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পাকিস্তানের ‘তালেবান ভাবনায়’ বাতিল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:১৬, ২২ সেপ্টেম্বর ২০২১

সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানের অংশগ্রহণ চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ভারতসহ কয়েকটি দেশের বিরোধিতায় ভেস্তে গেছে বৈঠকটি।

এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে শনিবার নিউইয়র্কে হওয়ার কথা ছিল বৈঠকটি। 

এই বৈঠকে আফগানিস্তানের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন এই নিয়েই জটিলতা সৃষ্টি হয়েছে। 

দেশটির তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকেই এজন্য সমর্থন দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

তবে সার্কভুক্ত অন্য দেশগুলোর দাবি, আমির খান মুত্তাকিকে এখনও স্বীকৃতি দেয়নি জাতিসংঘ, যে কারণে চলমান সাধারণ অধিবেশনে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারছেন না তিনি। 

তাই সার্ক বৈঠকে আফগানিস্তানের আসন ফাঁকা রাখার প্রস্তাব দেয় ভারতসহ সংগঠনের বেশিরভাগ সদস্য দেশ। 

তবে পাকিস্তান এই প্রস্তাবে রাজি না হওয়ায় বৈঠকটিও আর হচ্ছে না। 
সূত্র : এনডিটিভি
এসবি/এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি