ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আটক প্রতিবন্ধী কিশোরকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ২২ সেপ্টেম্বর ২০২১

টেলিগ্রামে সরকার অবমাননাকর বার্তা ছড়ানোর অভিযোগে এক প্রতিবন্ধী কিশোরকে প্রায় তিন মাস ধরে আটক করে রেখেছে কম্বোডিয়ার ক্ষমতাসীন দল। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। 

প্রতিবন্ধী হওয়ায়, ১৬ বছর বয়সী ক্যাক সোভান ছায়ের জীবন এমনিতেও সহজ ছিল না বলে জানিয়েছেন তার মা প্রুম চানথা। 

নান, ক্যাক সোভান ঠিক মত কথাও বলতে পারে না। তারপরেও কেন তাকে আটক করা হয়েছে জানেন না তিনি। 

গেল জুন মাসে একটি টেলিগ্রামের কথোপকথনের ভিত্তিতে আটক করা হয় সোভানকে। চানথা জানান, এই কথোপকথনের এক পর্যায়ে তার স্বামীকে বিশ্বাসঘাতক বলেছিলেন ক্ষমতাসীন দলের এক ব্যক্তি। এতেই ক্ষিপ্ত হয়ে পড়েছিল তার প্রতিবন্ধী সন্তান ক্যাক। বিষয়টি ওই ব্যাক্তির কাছে প্রকাশ পেলে, আইনের দারস্থ হন ওই ব্যাক্তি। 

ঘটনার  একঘণ্টার মধ্যে অন্তত ২০ জনের একটি পুলিশ দল তাদের বাসা ঘিরে ফেলে। এসময়  তাদের কয়েকজনের হাতে এ কে-৪৭ দেখা যায়। 

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সেদিন সোভানকে হাত কড়া পরিয়ে ধরে নিয়ে যায় পুলিশের ওই দলটি। এরপর থেকেই আর পরিবারের সদস্যদের সাথে দেখা নেই কিশোর সোভানের।  বর্তমানে কম্বোডিয়ার একটি কারাগারে রাখা হয়েছে তাকে।  

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ১৫০ জনের মধ্যে একজন ক্যাক সোভানের বাবা। 

সম্প্রতি এই কিশোরের মুক্তির জন্য কম্বোডিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। 
সূত্র : বিবিসি
এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি