ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২১

ভারতের বেঙ্গালুরুতে এক বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান। এছাড়া আরও দুই জন আহত হয়েছেন। তাঁদেরকে ঘটনাস্থলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা গেছে, বেঙ্গালুরুর ভিভি পুরম পুলিশ থানার কাছে চামরাজপেটে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়েই সেখানে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরাও। আগুন নেভানোর চেষ্টা চলছে।

তবে, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা ওই স্থানে বাজি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডকেও ডেকেছি। তারা এলাকায় তল্লাশি চালাবে। আমরা কিছু সময়ের মধ্যে একটি পরিষ্কার ছবি পাব।’ 

এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সূত্র- এনডিটিভি

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি