ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের কাছে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এর পরই হালাকারী নিজের গুলিতে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

মেমফিসের পূর্বদিকে কোলিয়ারভিল উপশহরের ক্রোগের নামের একটি গ্রোসারি শপে এই হামলা চালানো হয়।

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের বলেন, হামলার শিকার লোকদের মধ্যে ‘অনেকে গুরুতর আহত’ হয়েছেন এবং এই মর্মান্তিক হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।

তিনি বলেন, এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে সমবেত হয়েছে, পুলিশ ভবনটি খালি করতে সহায়তার জন্য কর্মচারী ও ক্রেতাদের বেড়িয়ে আসার নির্দেশ দেয়।

এই হামলায় দোকানটিতে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কর্মকতারা সেখানে গিয়ে লোকদের ফ্রিজের মধ্যে এবং তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা অবস্থায় পান।

এই হামলার ঘটনা এফবিআই এবং অন্যান্য সংস্থা তদন্ত করছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি