ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, তিন জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্য মন্টানায় একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিকাগো থেকে সিয়াটলে যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আহতদের হাসপাতালে নেয়া হলে তিন জনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনা তদন্তে ১৪ সদস্যের কমিটি করেছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড। সূত্র: রয়টার্স

এসবি/এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি