ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

জার্মানিতে শুরু জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২১

জার্মানিতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে অ্যাঞ্জেলা মার্কেলের ক্ষমতার সমাপ্তি এবং চ্যান্সেলর হিসাবে তার উত্তরাধিকারী নির্ধারণ হবে।

স্থানীয় সময় রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি।

ভোটাররা দুটি করে ভোট দেবেন। একটি ভোট সরাসরি প্রার্থী নির্বাচনের, অপরটি পছন্দের দলকে। পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রধান তিনটি দল হলো- ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পরিবেশবাদী গ্রিন পার্টি।

২৯৯টি সংসদীয় এলাকায় সরাসরি নির্বাচন হবে। অন্য আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মীমাংসিত হবে। নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের ভোটপ্রাপ্তির সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারবে। 

কোনো দল ৫ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে।

এবারের নির্বাচনে ৪৭টি দল ৬ হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার। আর ভোটের ফলাফল আজ স্থানীয় সময় রাত আটটার মধ্যেই প্রকাশ হয়ে যাওয়ার কথা।

সর্বশেষ জরিপে দেখা যায়, মধ্য-বাম স্যোশাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওলাফ শোলজ মার্কেলের সিডিইউ-সিএসইউ রক্ষণশীল জোটের আরমিন লাশেটের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। সূত্র: আল জাজিরা ও ডয়েচে ভেলে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি