চার ফিলিস্তিনীকে হত্যা
প্রকাশিত : ১৬:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২১
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে, জেরুজালেমের উত্তর পশ্চিম তীরের বিদ্দু গ্রামে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এছাড়া জেনিন শহরের কাছে বুরকিন গ্রামে হত্যা করা হয় আরেক ফিলিস্তিনিকে।
এদিকে, ইসরায়েলের প্রধান রেডিও স্টেশন এবং সংবাদ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামাসের সদস্যদের ধরার লক্ষ্যে অভিযান চালানো হয়। এই অভিযানে নিহত চারজন জঙ্গি বলেও দাবি করে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানান, সম্প্রতি হামাস সন্ত্রাসী হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকেই অভিযান চালিয়েছিলেন তারা।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি ইসরায়েলের সামরিক মুখপাত্র।
গাজা উপত্যকার হামাস গোষ্ঠী পশ্চিম তীরে শক্তি সঞ্চয় করে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনিকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে দীর্ঘদিনের উদ্বেগ ইসরায়েলের।
এসবি/
আরও পড়ুন