ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

ইয়েমেনে তীব্র লড়াইয়ে ৫০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২১

ইয়েমেনে মারিব নগরীর দখলে চলছে তীব্র লড়াই। দু’পক্ষের লড়াইয়ে যুদ্ধ তীব্রতর হওয়ায় কমপক্ষে ৫০ জন হুথি বিদ্রোহী ও ইয়েমেনি সরকার সমর্থক সৈন্য নিহত হয়েছে। সামরিক সূত্র রোববার একথা জানায়।

সাত বছরের সংঘর্ষে মারিব একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। খবর এএফপি’র।

ইরান সমর্থিত বিদ্রোহীরা সরকারের শেষ শক্ত ঘাঁটি তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলে মারিব নগরী নিয়ন্ত্রণে নেয়ার জন্য তাদের অভিযান পুনরায় শুরু করলে এ মাসেই শত শত যোদ্ধা মারা গেছে। 

সামরিক সূত্র এএফপিকে জানায়, "গত ৪৮ ঘণ্টায় ৪৩ জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। বেশিরভাগই নিহত হয়েছে মারিবের পশ্চিম এলাকায় কোয়ালিশন বিমান হামলায়।” সেপ্টেম্বর মাসে উত্তরাঞ্চলীয় নগরীর নিয়ন্ত্রণ নেয়ার লড়াইয়ে প্রায় ৪০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি