ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুত কাবুল বিমানবন্দর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২১

বিদেশী বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এর ফলে আবারো সকল এয়ারলাইন্স তাদের বিমান পরিচালনা শুরু করতে পারে।

তালেবানের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

আবদুল কাহার বলখি এক বিবৃতিতে বলেন, কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের সকল সমস্যার সমাধান করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরণের ফ্লাইট চলাচলের জন্য এটি এখন প্রস্তুত।

তিনি আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো ফ্লাইট চলাচলে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।

তালেবানের কাবুল দখলের পর যুক্তরাষ্ট্র পূর্ব ঘোষণা অনুযায়ি ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহার করে নেয়। ঠিক সেই সময় বিমানবন্দরের অনেক ক্ষতি হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি