ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদির অস্ত্র গুদামে ইয়েমেনের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৮:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদির একটি অস্ত্র গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি স্থানীয় সূত্র আল-আখবার আল-ইয়েমেনি নিউজ ওয়েবসাইটকে জানিয়েছে, ইয়েমেনি সামরিক বাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা আল-আবদিয়া এলাকায় সৌদি সমর্থিত ভাড়াটে অস্ত্র গুদামে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। 

সূত্রগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ভয়াবহ রকমের বিস্ফোরণ ঘটে এবং তা আধাঘন্টা স্থায়ী হয়।

কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে- সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সমর্থিত বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার আব্দুল্লাহ সুলতান এই হামলায় মারা গেছেন। এর কয়েকদিন আগেও মা’রিব প্রদেশে সৌদি সমর্থিতদের অবস্থানে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সূত্র: পার্সটুডে

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি