ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন বোমারু বিমানকে ধাওয়া রুশ জঙ্গিবিমানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রশান্ত মহাসাগরের আকাশে আমেরিকার একটি বি-৫২ এইচ বোমারু বিমানকে ধাওয়া দিয়েছে রাশিয়ার তিনটি এসইউ-৩৫ জঙ্গিবিমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্তের দিকে যাচ্ছিল। মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে এবং তার পরপরই মার্কিন বিমানকে রুশ জঙ্গিবিমানগুলো বাধা দেয়। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি জানায়, রুশ জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এস্কর্ট দিয়ে নিয়ে যায়। পরে রাশিয়ার এসব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেয়া হবে না।

রাশিয়ার সাথে সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকার সম্পর্ক আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগ রুশ সীমান্তের আশপাশে প্রায়ই ঘোরাঘুরি করে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি