ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গা, নিহত ২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ জন বন্দি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। 

দেশটির কারাগারে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো দাঙ্গার ঘটনা ঘটল।

ঘটনাটি ঘটেছে গুয়ায়াস প্রদেশের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে । 

কারাগারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাম্প্রতিক মাসগুলোতে বিবদমান গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দেশটির কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, “গুলি ও বিস্ফোরণের কারণে সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন১ এর বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। সংঘর্ষে ২৪ জন (কারাবন্দি) নিহত এবং ৪৮ জন আহত হয়।”

এর আগে ফেব্রুয়ারিতে দেশটির আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল।
দেশটির বিভিন্ন কারাগারে ৩৯ হাজার বন্দি আছে।
সূত্র : রয়টার্স 
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি