ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৮:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২১

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার দেশটি নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশীয়ভাবে তৈরি পরমাণু অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ।  

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে হোয়াসং-৮ নামের এ ক্ষেপণাস্ত্র জাগাং প্রদেশ থেকে ছোঁড়া হয়। কেসিএনএ এ নিয়ে একটি ছবি প্রকাশ করেছে যাতে নতুন ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি বলেছে, হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কৌশলগত বিরাট গুরুত্ব রয়েছে।

প্রথম পরীক্ষাতেই প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রের নেভিগেশন কন্ট্রোল ও স্টাবিলিটির কথা নিশ্চিত করেছেন। কেসিএনএ বলেছে, পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছিল তার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প একটি। এর আগের দিনও উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি