ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

"মার্কিন ড্রোন প্রবেশ বন্ধ করতে হবে": তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন ওড়ানো বন্ধ না করলে করুন পরিণতি হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান।  

টুইটারে এক বিবৃতিতে তালেবান জানায়, কাতারের দোহায় তালেবানকে দেয়া কথা রাখছে না যুক্তরাষ্ট্র। সেই সাথে আন্তর্জাতিক আইনও ভঙ্গ করছে তারা। 

তালেবান জানায়, যুক্তরাষ্ট্রসহ সব দেশকেই তারা আহ্বান জানায় যে, আফগানিস্তানকে আন্তর্জাতিক অধিকার, আইন এবং প্রতিশ্রুতির আওতায় আনা হোক। যাতে আফগানিস্তানের পরিণতি খারাপের দিকে না যায়।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের কাছ থেকে। 

এদিকে আফগানিস্তানে আইএস কিংবা আল কায়েদা জঙ্গি সংগঠনের সক্রিয় থাকার বিষয়টি অস্বীকার করেছে তালেবান।

যদিও সম্প্রতি জালালাবাদের বূর্বাঞ্চলে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।

নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে ৯/১১ হামলার পর, আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসে তালেবানের ওপর। 
এর জেরেই ২০০১ সালে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। 
সূত্র: রয়টার্স
এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি