ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফুল দিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা মোদীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২ অক্টোবর ২০২১

গান্ধী জয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এ নিয়ে টুইটারে তিনি লিখেছেন, “গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধেয় বাপুকে প্রণাম জানাই। তাঁর মহৎ নীতি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক এবং আজও লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়।”

প্রতি বছর ২ অক্টোবর পালন করা হয় মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। বাপুকে ভারতের জাতির জনকও বলা হয়। ভারত-সহ অনেক দেশও তাঁর জন্মবার্ষিকী ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবে পালন করে। ভারত শনিবার ১৫২তম গান্ধী জয়ন্তী উদযাপন করছে।

প্রধানমন্ত্রী মোদী দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সূত্র : জি২৪
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি