ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে বিচারককে চাপ ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:১১, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার কর্তৃপক্ষকে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবার জন্য ফ্লোরিডার এক ফেডারেল বিচারককে বাধ্য করতে বলেছেন।

ব্লুমবার্গ নিউজ শুক্রবার রাতে এ কথা জানিয়েছে।
 
জুলাই মাসে ট্রাম্প মায়ামিতে টুইটার, ফেসবুক ইনকর্পোরেটেড এবং অ্যালফাবেট ইনক এর গুগল এবং তাদের প্রধান নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা অবৈধভাবে তার একাউন্ট বন্ধ করেছে। এসব মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাকস্বাধীনতা অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।

প্রতিবেদনে টাম্প আরো দাবি করে, সোশ্যাল মিডিয়া কোম্পানি কংগ্রেসে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চাপে জানুয়ারিতে তার অ্যাকাউন্ট বাতিল করেছিলো। 

গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে নিজের সমর্থকদের দাঙ্গার পর এসব সামাজিক প্ল্যাটফর্মের থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।

এ বিক্ষয়ে রয়টার্সের পক্ষ থেকে টুইটারের মন্তব্য জানতে চাইলে টুইটার কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 
সূত্র : রয়র্টাস 
আরএমএ/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি