ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কান্না থামাতে ১০ মাসের শিশুকে তুলে আছাড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দশ মাসের শিশুর কান্না থামাতে আছাড় মারছে গৃহপরিচারিকা! সিসি টিভির ফুটেজে এমনই এক দৃশ্য ধরা পড়েছে ভারতের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামে। ইতিমধ্যে পুলিশ 'কল্পনা' নামের ওই পরিচারিকাকে গ্রেফতার করেছে।

মেচগ্রামের দম্পতি দেবাশিস দাস-নবমিতা ভট্টাচার্য। দেবাশিস পেশায় একজন চিকিৎসক আর স্ত্রী নবমিতা সরকারি চাকুরে। বাচ্চাকে গৃহপরিচারিকার কাছে রেখেই তারা কাজে যেতেন। বাচ্চার প্রতি পরিচারিকা কেমন খেয়াল রাখে সে জন্য বাসায় সিসি ক্যামেরা লাগায় তারা।  

ক্যামেরার ভিডিও ঘাঁটতে গিয়ে তারা দেখেন, তাদের ১০ মাসের শিশুটিকে কোনও অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাচ্ছে কল্পনা। তাকে মাথার উপর তুলে ঘুরিয়ে বিছানার উপর সজোরে আছাড় মারতেও দেখা গিয়েছে কল্পনাকে। 

গৃপরিচারিকার এমন ব্যবহার দেখে  চোখকে বিশ্বাস করতে পারছিল না তারা। এমন অত্যাচারের দৃশ্য দেখে তখনই থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে গ্রেফতার করে।

কেন ১০ মাসের শিশুর উপর এভাবে নির্মম অত্যাচার চালাত কল্পনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি