ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দাবানল ঠেকাবে ছাগল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৩ অক্টোবর ২০২১

নর্মা নামের একটি ছাগলের সঙ্গে পালক মেলিসা জিউকেনের কথপোকথন

নর্মা নামের একটি ছাগলের সঙ্গে পালক মেলিসা জিউকেনের কথপোকথন

দমকল কর্মী নয়, আগুন ঠেকাবে ছাগল, এও কি সম্ভব! এবারে এমনটাই হচ্ছে আয়ারল্যান্ডে। 

আয়ারল্যান্ডের ডাবলিনের পাহাড় গুলোতে দাবানল ঠেকাতে মোতায়েন করা হয়েছে আইরিশ ছাগল। 

ঐতিহাসিক এবং বিলুপ্তপ্রায় এই দাঁড়িওয়ালা প্রজাতির ছাগলের প্রধান খাদ্য মটর জাতীয় এক ধরনের গাছের গুল্ম। এই খাবারেই সুস্থ্যভাবে বেড়ে ওঠে এই জাতের ছাগল ছানা, এক পর্যায়ে বংশ বিস্তারও করে। 

এই জাতীয় লতা গুল্মের গাছে ভরা ডাবলিনের পাহাড়। আর এটিই প্রচণ্ড দাহ্য হওয়ায়, দাবানলের সহায়ক হিসাবে কাজ করে। 

আয়ারল্যান্ডের সরকার মূলত এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। দাহ্য লতাগুল্ম খেয়ে একদিকে ছাগল উৎপাদন বাড়বে। অন্যদিকে এধরনের গুল্ম, ছাগল খেয়ে ফেললে অনেকটাই কমে যাবে দাবানলের আশঙ্কা। 

এদিকে প্রাণি সংরক্ষণকারীরা আশা করছেন, প্রায় পাঁচ হাজার বছর আগের এই প্রজাতির ছাগলের বিলুপ্তি ঠেকাতেও এই উদ্যোগ খুব কাজে দিবে।

সূত্র: রয়টার্স
এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি