ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুখে খাওয়া ওষুধে কমবে করোনা সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের চিকিৎসায় প্রথমবারের মত মুখে খাওয়ার ওষুধের অনুমোদন পেতে যাচ্ছে  আমেরিকার ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান 'মার্ক অ্যান্ড কোম্পানি'। একে করোনা মহামারি রোধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর শঙ্কা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে মার্কের তৈরি মুখে খাওয়ার এই ওষুধ 'মোলনুপিরাভির'। 

অনুমোদন পেলে এটাই হবে কোভিড চিকিৎসায় প্রথম অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ। শিগগিরই জরুরি ব্যবহারের ক্ষেত্রে অনুমোদনের জন্য মার্কিন ওষুধ প্রশাসনে আবেদন করবে মার্কের প্রতিষ্ঠানটি।

'মোলনুপিরাভির' করোনা ভাইরাস মোকাবিলার ভাবনা পাল্টে দিতে যাচ্ছে বলে আশাবাদী মার্কের প্রধান নির্বাহী। এটি অতিসংক্রামক ডেলটাসহ সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে জানানো হয়। তবে সেবনকালে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে সুনির্দিষ্ট কিছু নিয়-মনীতি মানতে হবে।

চলতি বছর এক কোটি ডোজ ওষুধ তৈরি করবে 'মার্ক অ্যান্ড কোম্পানি'। প্রতি ডোজ ৭০০ ডলার করে। ইতোমধ্যে ১৭ লাখ ডোজের অর্ডার করেছে মার্কিন সরকার। 

ভারতের কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে। যারা নিম্ন-মধ্যম আয়ের দেশে এই ওষুধ সরবরাহ করবে। দাম নির্ধারণ হবে মাথাপিছু আয়ের ভিত্তিতে।

'মোলনুপিরাভির' ট্যাবলেটের ট্রায়াল এই মুহূর্তে তৃতীয় ধাপে আছে। একই ধরনের ওষুধ উন্নয়নে গবেষণা করছে ফাইজার আর রোচে হোল্ডিংও।

সূত্র: বিবিসি

এমএম//এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি