ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৪ অক্টোবর ২০২১

তাপমাত্রা এবং স্পর্শের অনুভূতির জন্য দায়ী কোন রিসেপ্টর বা স্পর্শেন্দ্রিয় তা বের করার জন্য এবার দুই মার্কিন চিকিৎসাবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ান।

সোমবার (৪ অক্টোবর) স্টকহোমে ক্যারোলিন্সকা ইন্সটিটিউটে নোবেল প্রাইজ কমিটির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন তিনজন বিজ্ঞানী।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করার মাধ্যমে এ বছরের নোবেল ঘোষণা কার্যক্রম শুরু হল।

একে একে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল বিজয়ীদের নাম এ সপ্তাহজুড়ে ঘোষণা করা হবে। বিজয়ীদের প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন এক কোটি সুইডিশ ক্রোনর এবং একটি গোল্ড মেডেল। 

আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি ক্ষেত্রগুলোর পুরস্কার ঘোষণা করা হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি