ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সুদানে সংঘর্ষে চার জঙ্গিসহ নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৪২, ৫ অক্টোবর ২০২১

সুদানের রাজধানী খার্তুমে একটি অভিযানে সংঘর্ষে ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত চার সন্দেহভাজন জঙ্গি এবং সুদানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনার এ খবর প্রকাশ করেছে।

সোমবার দক্ষিণ খার্তুমে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। রাষ্ট্রীয় টিভি এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কর্মকর্তারা যা বলেছিলেন তার উপর হামলার কয়েক দিন পর একই এলাকায় ইসলামিক স্টেট-সংযুক্ত সেল ছিল।

সোমবারের অভিযানে দুটি সাইট অন্তর্ভুক্ত ছিল এবং নিরাপত্তা বাহিনী চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল, রবিবার রাজধানীর যমজ শহর ওমদুরমানে একটি অভিযানে আটটি ‘বিদেশী উপাদান’ আটক করার পর, সুনা জানিয়েছে।

সোমবারের অভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

জাবরা পাড়ার প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, তারা দেখেছে নিরাপত্তা বাহিনী একটি আবাসিক ভবনের ভেতরে একটি গোষ্ঠীর সঙ্গে গুলি বিনিময় করে এবং এলাকার প্রধান রাস্তা বন্ধ করে দেয়। রাষ্ট্রীয় টিভি এই গোষ্ঠীকে একটি সন্ত্রাসী সেল বলে বর্ণনা করেছে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সুদানের শাসক পরিষদের প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান সংঘর্ষের স্থান পরিদর্শন করেছেন।

মঙ্গলবার, জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পাঁচ সদস্যকে হত্যা করা হয় এবং ছয় জন আহত হয়। যেখানে অভিযান চালানো হয় যেখানে বিভিন্ন জাতীয়তার ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন জঙ্গিদের জড়িত এই ধরনের ঘটনা সুদানে তুলনামূলকভাবে বিরল। যদিও দেশটি জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল ছিল।
সূত্র : রয়র্টাস 
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি