পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০
প্রকাশিত : ০৯:১৬, ৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে মারা গেছেন কমপক্ষে ২০ জন।
বিবিসির তথ্য মতে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা বাড়তে পারে।
ধারণা করা হচ্ছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক সাত পর্যন্ত হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় আসা ছবি গুলোতে দেখা গেছে ভূমিকম্পের পর বেলুচিস্কোতানের কোয়েটা শহরের মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, ঘরবাড়ি ভেঙে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ পর্যন্ত ২০ জনের মরদেহ পাওয়া গেছে। আরও কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আবার কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সে বলা হয়েছে, নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। বহু ঘরবাড়ি ভেঙে পড়ায় শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হরনাই জেলা। যেখানে প্রচুর কয়লা খনি রয়েছে।
প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লঙ্গু বিবিসিকে বলেছেন, হরনাই জেলায় জরুরি সেবা পাঠানো হয়েছে।
সূত্র: বিবিসি
এসবি/
আরও পড়ুন