ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গম এলাকায় টিকা পৌঁছে দেবে ড্রোন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:২৪, ৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের শেষ প্রান্তে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য সেবা সহজে পৌঁছে  দিতে ড্রোন রেসপন্স অ্যান্ড আউটরিচ ব্যবস্থা চালু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল সায়েন্স’ এর এই আই ড্রোন প্রকল্পের উদ্বোধন  করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য । 

তিনি জানিয়েছেন, প্রত্যন্ত এলাকায় ওষুধ সরবরাহ, গুরুতর পরিস্থিতিতে কঠিন ভৌগলিক এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহের কাজে ব্যবহার হবে এই ড্রোন। 

তবে এখন মূলত করোনাভাইরাসের টিকা সরবরাহের জন্যই ড্রোনের ব্যবহার করা হচ্ছে। 

প্রাথমিক অবস্থায় এটি শুধূমাত্র উত্তর পূর্বের জন্যই চালু করা হয়েছে। প্রথমে মণিপুর ও নাগাল্যান্ডে ড্রোনের মাধ্যমে টিকা পৌঁছানোর কাজ শুরু হয়। একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপের বেশ কিছু এলাকাতেও ড্রোনের মাধ্যমে  টিকা সরবরাহ হবে।  

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে ১৫  কিলোমিটার অতিক্রম করে ড্রোনগুলি টিকা সরবরাহ করতে পারবে। প্রাথমিকভাবে ১০ এলাকায় কাজ করছে আটটি ড্রোন। পরবর্তীতে এর সংখ্যা আরও বাড়ান হবে। 

সূত্র: এশিয়ানেট নিউজ বাংলা
এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি