ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১৫ অক্টোবর থেকে ভ্রমণ ভিসা দিবে ভারত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৮ অক্টোবর ২০২১ | আপডেট: ০৮:৪৪, ৮ অক্টোবর ২০২১

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৫ অক্টোবর থেকে বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক দাপ্তরিক আদেশে এ কথা জানিয়েছে। 

তবে চাটার্ড বিমানে যারা ভারতে আসবেন তাদের আগে ভিসা দেওয়া হবে। ১৫ অক্টোবর থেকেই ভিসা পাবেন তারা।

এরপর দ্বিতীয় ধাপে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে সাধারণ ভিসার মাধ্যমে ভারতে আসতে পারবেন বিদেশি পর্যটকরা।

দেশটির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান সংস্থাগুলি যাতে বিদেশি যাত্রীদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলে। 

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতেই কড়া ব্যবস্থা নিয়েছিল দেশটি। এর অংশ হিসাবে বাতিল করা হয়েছিল ভ্রমণ ভিসা দেয়া। 

তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কয়েকদিন আগে প্রথমে ভ্রমণ ভিসা বাদে অন্য যেকোন ভিসা দেয়া শুরু করেছিল দেশটি। 

বৃহস্পতিবার এ ক্ষেত্রেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার। 

তবে এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

সূত্র: ওয়ান ইন্ডিয়া

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি