ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টোকিওতে ভূমিকম্প, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৮ অক্টোবর ২০২১

জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২০ জনের বেশী লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পে কোন সুনামির ঝুঁকি নেই।

বৃহস্পতিবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে। এতে ভবনগুলো দুলতে থাকে। যাত্রীরা আটকা পড়ে, দোকানপাটের সেলফ থেকে পণ্য সামগ্রী পড়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের ফোন থেকে সতর্কতা জানানো হয়। যাতে তাদের নিরাপদ আশ্রয় নেয়ার সময় দেয়া হয়।

জাপানের আবহাওয়া এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে চিবা অঞ্চলে। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮০ কিলোমিটার গভীরে। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি