ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লাদাখ সমস্যা সমাধানে চীন প্রটোকল মেনে চলবে, আশা ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৮ অক্টোবর ২০২১

ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয়ের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে তারা আশা করছে পূর্বাঞ্চলীয় লাদাখ অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) নিয়ে অবশিষ্ট বিবাদমান বিষয়গুলো দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রটোকল মেনেই দ্রুত সমাধান করবে চীন। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা জানিয়েছেন। 

মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘পূর্বাঞ্চলীয় লাদাখ অঞ্চলের অবশিষ্ট বিবাদমান দ্রুত সমস্যার সমাধানের জন্য চীন দ্বিপাক্ষিক চুক্তিসমূহ এবং প্রটোকল পুরোপুরি মেনে চলবে।’

তিনি আরো জানিয়েছেন, তাজিকিস্তানের দুশানবেতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ গ্রহনের এক ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে উভয়েই সীমান্ত উত্তেজনা এবং সীমান্ত অঞ্চলে লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে বিচ্ছিন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। 

এলওসিকে ঘিরে চীনের আগ্রাসন প্রসঙ্গে অরিন্দম বাগচি বলেছেন, চীনের একপাক্ষিক পদক্ষেপের কারণে শান্তি ও স্থিতিবস্থা বিঘ্নিত হয়। আমরা এ বিষয়ে অনেক বিবৃতি দিয়েছি। এর আগেও আমরা বলেছি চীনের একতরফা পদক্ষেপের কারণে শান্তি ও স্থিতিবস্থা বিঘ্নিত হয়। এ বিষয়টি আমরা অনেকবারই বলেছি। 

এলওসিকে কেন্দ্র করে চীনের নেয়া পদক্ষেপের দোষারূপ করে তিনি বলেছেন এ কারণেই ভারতীয় সেনাবাহিনী পাল্টা পদক্ষেপ গ্রহনে বাধ্য হয়েছে। অরিন্দম বাগচি বলেছেন, ‘চীনের আগ্রাসী কার্যক্রমের কারণে নিজেদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে আমরা পাল্টা সেনা মোতায়েন করেছি। তাজিকিস্তানে আমরা একই ইস্যু উত্থাপন করেছি এবং প্রত্যাশা করছি চীন এ বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবে যাতে করে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া সামনে এগিয়ে যায়। কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া সফল হয়েছে কিছু ক্ষেত্রে বাকি রয়েছে। চীন এ ক্ষেত্রে প্রটোকল মেনে চলবে বলেই আমরা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, গত বছর ভারত ও চীনের সেনারা সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষেরই ব্যাপক প্রাণহানি হয়। গালওয়ান উপত্যকায় পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উসকানিতে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ঘটনার এক বছর অতিক্রম হলেও এশিয়ার এই দুই শক্তিধর দেশের মধ্যে এখনো বিষয়টি নিয়ে উত্তেজনা চলছে। সূত্র: এএনআই

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি