ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাণিজ্য বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের ভিডিও বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৯ অক্টোবর ২০২১

চীন ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা বাণিজ্য বিষয়ে ভিডিও’র মাধ্যমে এক বৈঠক করেছেন।

শনিবার অনুষ্ঠিয় বৈঠকে উভয়পক্ষ তিনটি বিষয়ে স্পষ্ট, গঠনমূলক ও বাস্তব সম্মত আলোচনা করেন।

চীনের ভাইস প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরো সদস্য ও চীন মার্কিন র্অথনৈতিক আলোচনার প্রধান লিউ হে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রথমত তারা চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের গুরুত্ব উভয় দেশ এবং বিশ্বের ওপর ব্যাপক বলে উল্লেখ করে। এছাড়া দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপরও গুরুত্বারোপ করে।

দ্বিতীয়ত উভয়পক্ষ চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের বিষয়েও মত বিনিময় করে।

তৃতীয়ত দু’দেশ আলোচনার মাধ্যমে তাদের বৈধ উদ্বেগসমূহ নিরসনের ব্যাপারে সম্মত হয়েছে।

এছাড়া চীন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে সমতাপূর্ণ আচরণ এবং পারষ্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি