ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আনন্দভ্রমণে তালেবান যোদ্ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৫০, ১০ অক্টোবর ২০২১

জাহাজের আদলে গড়া রাইডে চড়ে দোল খাচ্ছেন কয়েকজন তালেবান যোদ্ধা। এমন দৃশ্য খুব একটা পরিচিত মনে না হলেও সম্প্রতি বাস্তবে এমনটাই দেখা যাচ্ছে আফগানিস্তানে। 

শুক্রবার ছুটির দিনে রাজধানী কাবুলের কারগা জলাশয়ের তীরে একটি বিনোদন পার্কে ঘুরতে দেখা গেছে শত শত তালেবান যোদ্ধাকে। 

বিকেলে  জলাশয়ের উপকূলের মৃদুমন্দ বাতাস উপভোগ করেন তারা। আশেপাশের খাবারের দোকানগুলো থেকে খাবার কিনে খান এবং চা পান করেন। 

ঘুরতে আসা এসব তালেবান যোদ্ধাদের বেশিরভাগই আগে কখনও কাবুলে আসেননি। তাই এমন পার্কে ঘুরে বেড়ানো তাদের জন্য অসম্ভব আনন্দের বলে জানিয়েছেন এই দলের একজন কনিষ্ঠ যোদ্ধা হালিমি। 

তবে সারাদিনের এই আনন্দভ্রমণে যোদ্ধাদের সার্বক্ষণিক সঙ্গী ছিলো অস্ত্র। 

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। এরপর থেকে বিভিন্ন অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে দেশটি।

সূত্র: রয়টার্স

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি