ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে  নিহত ২০ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১০ অক্টোবর ২০২১

নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বন্দুকধারীর বিক্ষিপ্ত গুলিতে  কমপক্ষে ২০ জন নিহত হয়েছে । 

রয়টার্সের তথ্য অনুযায়ী, সশস্ত্র বন্দুকধারীরা একটি মার্কেটে হামলা করেছে এবং আশেপাশের অনেক গুলো গাড়ি জ্বালিয়ে দিয়েছে । 

সোকোটোর পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানিয়েছেন, অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে। এতে বেশ কয়েক জন নিহত হয়েছে।

প্রাথমিকভাবে ২০ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  
সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এই হামলার জন্য দেশটির নড়বরে নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করেছেন। 

দেশটির উত্তর -পশ্চিমাঞ্চলে প্রায়ই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সশস্ত্র দল। তবে গেল ডিসেম্বর থেকে এই বন্দুকধারীদের উপদ্রব বেড়েছে। 

মাঝেমধ্যে মুক্তিপণের জন্য স্কুলের শিশুদের কিংবা গ্রামবাসীদেরও অপহরণের করে নিয়ে যায় তারা। 

গেল বৃহস্পতিবারও দেশটির জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের কাছ থেকে অপহৃত ১৮৭ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা।

দেশটির উত্তর -পশ্চিমাঞ্চলের সশস্ত্র গ্যাংগুলির কার্যক্রমকে বাধা সৃষ্টি করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বর্তমানে সেখানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে । 

সূত্র:- রয়র্টাস

আরএমএ/এসবি 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি