ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আফগান অনুপ্রবেশ ঠেকাতে তুরস্কের সীমান্তে কড়াকড়ি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১২ অক্টোবর ২০২১

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

আফগানিস্তানের বর্তমান মানবিক সঙ্কট পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিরাপত্তা জোরদার করল প্রতিবেশী দেশ তুরস্ক। এরইমধ্যে তুর্কি সরকার সতর্ক করেছে যে তারা আফগান অভিবাসী এবং শরণার্থীদের অনুপ্রবেশ মেনে নেবে না।

ইতোমধ্যে তুরস্কে অবস্থানরত শরণার্থীর সংখ্যা ৪০ লাখ, এরমধ্যে ত্রিশ লাখের বেশি শরণার্থীই সিরিয়ার। এই অবস্থায় নতুন করে আফগান শরণার্থীর অনুপ্রবেশ বেড়েছে দেশটির সীমান্তে।

অনেক আফগান নাগরিকই এখন ইরান পার হয়ে তুরস্কে ঢুকতে চান, যাদের মূল উদ্দেশ্য তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানো। 

তবে বর্তমানে তুরস্কের সাধারণ মানুষের মাঝে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে বলে মনে করছেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। যে কারণে সীমান্তে অবৈধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। 

পূর্ব তুরস্কের কর্মকর্তারা বলছেন, এবছর এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার মানুষকে অবৈধভাবে সীমান্ত পার হতে বাধা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই আফগান। 

সূত্র: বিবিসি
এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি