ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রড বাঁকিয়ে দক্ষতা দেখাচ্ছে উত্তর কোরিয়ার সেনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:৪৯, ১৩ অক্টোবর ২০২১

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

খালি হাতে ইট ভেঙে এবং গলা দিয়ে রড বাঁকিয়ে শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি ভিডিও প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে সেনারা এই দক্ষতা প্রদর্শন করেছে। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম-জং-উনসহ অন্যান্য নেতারা।

ইট এবং  টাইলস ভাঙার পাশাপাশি ভাঙা কাচের টুকরা এবং লোহার পেরেকের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় সেনা সদস্যদের। এছাড়া হাত দিয়ে বাড়ি দিয়ে  কংক্রিটের স্লাব ভাঙতেও দেখা যায়।

এই প্রদর্শনীতে দুই সেনা সদস্যকে গলা দিয়ে লোহার রডও বাঁকা করতে দেখা যায়। হাত দিয়ে লোহার শিকল ছিঁড়েও দেখিয়েছেন একজন। 

এর মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী যে তাদের ভূখণ্ড রক্ষায় প্রস্তুত, সেটিই দেখানো হয়েছে শত্রুদের। এমনটাই বলা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। 

যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির মুখে এ বাহিনী গড়ার প্রত্যয় জানিয়েছিলেন কিম জং উন।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে কিম বলেছেন, যুক্তরাষ্ট্রের বৈরি নীতি ও দক্ষিণ কোরিয়ার সামরিক বিকাশের পাল্টায় তার দেশের অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখা জরুরি।

তবে যুদ্ধ শুরু করতে নয়, কেবল আত্মরক্ষার জন্যই সামরিক বাহিনীর কলেবর বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কিম।

সূত্র: বিবিসি
এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি