ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাইওয়ানে ভবনে অগ্নিকাণ্ড, ৪৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

তাইওয়ানের দক্ষিণে কাওসিউং শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরো ৪০ জনের অধিক লোককে আশঙ্কাজনত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় ভোর বেলায় ৪০ বছরের পুরনো ভবনটিতে আগুন লাগে।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

কাওসিউং ফায়ার প্রধান লি চিং-হসিউ জানান, দমকলকর্মীরা অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ৪৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন তিনি। 

অগ্নিকান্ডের ঘটনায় কাওসিউং শহরের মেয়র চেন চি-মাই জানান, ভবনটি বেশ পুরনো ছিলো এবং আংশিকভাবে পরিত্যাক্ত ছিলো। আধুনিক সুবিধা না থাকায় লোকজন বের হতে সমস্যা হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। আগে ভবনটিতে রেস্তোরা ও একটি সিনেমা হল ছিল বলেও জানান তিনি।

এদিকে ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনায় দেশটির সরকার সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।
সূত্র : রয়টার্স
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি