ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, বহু হতাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৫৭, ১৫ অক্টোবর ২০২১

আফগানিস্তানের কান্দাহার শহরে শিয়াদের একটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে ইমান বারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তাতে ৩২ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, প্রধান দরজা, অজুখানার স্থানসহ তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালেবান ১৩ই অগাস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নেয়।

আফগানিস্তানে বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি টুইট করেছেন- ইসলামিক স্টেটের স্থানীয় একটি গ্রুপ আইএস-কে এই হামলার দায়িত্ব স্বীকার করতে পারে।

গত শুক্রবার কুন্দুজের একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৫০ জন নিহত হয়। অগাস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। সূত্র: বিবিসি

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি