হাইতিতে ১৭ মার্কিন মিশনারি পরিবারসহ অপহৃত
প্রকাশিত : ১৪:৩০, ১৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৩২, ১৭ অক্টোবর ২০২১
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাইরে অন্তত ১৭ জন মার্কিন মিশনারিকে পরিবারসহ অপহরণ করেছে একটি অপরাধী চক্র।
শনিবার এই অপহরণের ঘটনা ঘটে। হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র একটি গ্রুপ মার্কিন মিশনের শিশুসহ ১৫ থেকে ১৭ জনকে অপহরণ করেছে। মিশনের সদস্যরা একটি এতিমখানা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। পথে দলের কয়েকজন সদস্যকে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার জন্য গেলে অপহরণকারীরা তাদের বাসে হানা দেয়।
এই গ্রুপটি কয়েক মাস ধরে পোর্ট-অ-প্রিন্সে এবং ডমিনিকান প্রজাতন্ত্রের সীমান্তের মধ্যবর্তী এলাকায় চুরি ও অপহরণের সঙ্গে জড়িত রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মুখপাত্র বলেন, ‘বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যাপারে পররাষ্ট্র দফতর সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা এই রিপোর্টের ব্যাপারে সজাগ রয়েছি এবং এই মুহূর্তে এর বেশি কিছু বলার নেই।’
হাইতি পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ওই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।
সশস্ত্র গ্রুপটি কয়েক বছর ধরে হাইতির রাজধানীর সবচেয়ে দরিদ্র জেলাগুলো নিয়ন্ত্রণ করছে। তারা পোর্ট-অ-প্রিন্সের অন্যান্য অংশ এবং আশপাশের এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।
গ্রুপটি চলতি বছরের প্রথম তিন মাসে ৬শ’র বেশি লোককে অপহরণ করেছে। পূর্ববর্তী বছরের একই সময়ে অপহরণের এই সংখ্যা ছিল ২৩১ জন।
এএইচ/
আরও পড়ুন