ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:০০, ১৯ অক্টোবর ২০২১

জাপান সাগরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। 

সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক শুরুর আগ মুহুর্তে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়লো পিয়ংইয়ং। 

স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে সিনপো শহর থেকে জাপান সাগরে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রটি। 

সম্প্রতি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইপারসনিক, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াও চলতি সপ্তাহে তাদের ইতিহাসের সর্ববৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী করে। 

এদিকে পূর্ব শত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচলায় বসতে রাজি যুক্তরাষ্ট্র।  
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি