ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবারে সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২০ অক্টোবর ২০২১

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এক বিবৃতিতে সাবমেরিন থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে। 

কিছুদিন থেকেই উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এর আগে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ও দূর-পাল্লার ছিল বলে জানিয়েছিল তারা।

কেসিএনএ জানিয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ আছে যা এটিকে ট্র্যাক করা কঠিন করে তুলতে পারে।

এই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সিনপো শহরের নিকটবর্তী সাগর থেকে ছোড়া হয় বলে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন। 

কেসিএনএ প্রকাশিত ছবিতে আগের তুলনায় এবার পাতলা, অপেক্ষাকৃত ছোট একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ছোট হওয়ার কারণ এই হতে পারে, যে এতে একটি সাবমেরিনে অনেকগুলো ক্ষেপণাস্ত্র রাখা যাবে।

এদিকে হোয়াইট হাউস আরও ‘উস্কানি’ দেওয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির অস্ত্র কর্মসূচী নিয়ে কূটনৈতিকভাবে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের সামরিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে তোলার মধ্যেই কূটনীতির কথা বলছে অভিযোগ করে এ পর্যন্ত এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে উত্তর কোরিয়া।  

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, উত্তর কোরিয়ার সর্বশেষ অস্ত্র পরীক্ষার বিষয়টি তুলবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। 

সুত্র: রয়টার্স

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি