ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেপালে বন্যা ও ভূমিধস, নিহত ৪৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২০ অক্টোবর ২০২১

নেপালে টানা তিন দিনের বৃষ্টিতে দেখা দিয়েছে হঠাৎ বন্যা। বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৩ জন মারা গেছেন, নিখোঁজ হয়েছেন অন্তত ৩০ জন। 

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমার জানান, প্রাকৃতিক এই বিপর্যয়ে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ি এই দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী কাঠমুণ্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন বলেও জানান তিনি।

বলেন,“দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা গ্রামটিতে যেতে পারেনি। তবে বুধবার তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়”।

দেশটির গণমাধ্যমেও প্রচার করা হয়েছে, পানির তোড়ে ফসল ডুবে যাওয়া এবং ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার খবর। 

প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে নেপালে এমন আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। সাধারণত জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকে। তবে এবার অক্টোবর পর্যন্তও পরিস্থিতি একই রয়েছে। 

আগামী কয়েক দিন আরও বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে নেপালের আবহাওয়া বিভাগ।

‘ডিপার্টমেন্ট অব হাইড্রোলজি অ্যান্ড মেটেওরোলজি’ আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, কিছু কিছু স্থানে ভারি বৃষ্টি এবং পূর্বের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি