ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

যুবকের তাণ্ডবে নিহত যুবতী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২০ অক্টোবর ২০২১

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

লক্ষ্মী পূজার এই সকালে নেশাগ্রস্ত যুবক তাণ্ডব চালালো ভারতের কলকাতার নদিয়ার ধানতলা থানা এলাকায়। ওই মত্ত যুবকের হাতের ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক যুবতীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

ঘটনাটি ঘটেছে ধানতলা থানার পাঁচবেড়িয়া ঘোষপাড়া এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু হাজরা নামে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় সকালে শ্যামশ্রী হাজরা (২৫) নামে এক যুবতীর উপর চড়াও হয়। ওই যুবতীকে উদ্ধার করতে এগিয়ে এলে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নরেন ঘোষ (৬৫) ও বিশ্বনাথ হাজরা (৭০) নামে দুই বৃদ্ধ। 

ওই সময় আক্রান্তদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওই যুবককে ধরে ফেলেন। তার পরই তড়িঘড়ি স্থানীয়রা শ্যামশ্রীকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুই আহত বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই যুবক এই ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি