ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দার্জিলিং এ বৃষ্টি কমেছে, কমেছে তিস্তার পানিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২১ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৫৮, ২১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এর টানা বৃষ্টি কিছুটা কমেছে। এতে পাহাড়ের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি কমেছে তিস্তাতেও। 

বুধবার রাত থেকে বৃষ্টি কমতে শুরু করেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের তিস্তা নদীপাড়ের বাসিন্দারা। 

তবে দার্জিলিংয়ের পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বুধবার রাতে আবারও ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। গত দু’দিন ধরে একের পর এক রাস্তায় ধস, সেতুতে ফাটলের জেরে চরম ভোগান্তির শিকার হন দার্জিলিঙ এর পর্যটকরা। গাড়িতে বসেই সময় কাটাতে হয়েছে তাদের। কেউ কেউ পৌঁছতে পারেননি হোটেলেও। আবার কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে শিলিগুড়ি পৌঁছেছেন। 

আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বৃষ্টি কমেনি উত্তরাঞ্চলের। বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি