ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিনেমার সেটে ‘প্রপ গান’ এর গুলিতে মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:৫৬, ২২ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সিনেমার পরিচালক। 

দেশটির পুলিশ প্রশাসন জানায়, বৃহস্পতিবার বোনানজা ক্রিক র‌্যাঞ্চের ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।

সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত।

বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। 
তবে বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ৪২ বছর বয়সী হালেনা হাচিনসকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

নিহত হাচিনস ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। 

এই মৃত্যুকে ‘ভয়াবহ দুঃসংবাদ’ ও ‘অপূরণীয় ক্ষতি’ অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড।

গুলিবিদ্ধ পরিচালক ৪৮ বছর বয়সী জোয়েল সুজা এখনও চিকিৎসাধীন।
তদন্ত চলছে, এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি, বলেছে নিউ মেক্সিকোর পুলিশ।

সূত্র: বিবিসি

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি