সুস্থ সন্তানের জন্ম দিলেন ৭০ বছরের বৃদ্ধা!
প্রকাশিত : ১২:০৭, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:০৯, ২২ অক্টোবর ২০২১
ভারতের গুজরাটে জিভুবেন রাবারি নামের এক সত্তর বছর বয়সী বৃদ্ধা জন্ম দিয়েছেন সুস্থ সন্তানের।
সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানটির জন্ম দেন রাজ্যের কচ্ছ জেলার ওই বৃদ্ধা। তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন লালু।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিভুবেন ও ভালজিবাই রাবারির ৪৫ বছরের দাম্পত্যে তারা নিঃসন্তান ছিলেন।
দীর্ঘ দাম্পত্যে প্রথমবারের মত সন্তান পেয়ে তাদের আনন্দের সীমা নেই। প্রথম দিকে চিকিৎসকদের কাছে ব্যাপারটি খুবই চ্যালেঞ্জিং মনে হলেও জিভুবেনের দৃঢ় মনোবলের কারণেই সফল হন তারা।
জিভুবেনের বয়স প্রমাণের কোনো কাগজপত্র না থাকলেও চিকিৎসকদের কাছে নিজের বয়স ৬৫-৭০ বছরের মাঝামাঝি হবে বলেই জানিয়েছেন তিনি।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.নরেশ ভানুশালি বলেন, "আমরা প্রথমে ওষুধ লিখে তার মাসিক চক্রকে নিয়মিত করি। এরপর বয়সের কারণে সঙ্কুচিত জরায়ুকে চওড়া করি। পরবর্তীতে আমরা তার ডিম্বাণু নিষিক্ত করি এবং ব্লাস্টোসিস্ট তৈরি করে জরায়ুতে স্থানান্তর করি।"
দুই সপ্তাহ পর চিকিৎসকরা সোনোগ্রাফি করে ভ্রূণের উন্নতি দেখে খুবই অবাক হন এবং নিয়মিত তাকে পর্যবেক্ষণে রাখেন।
যে বয়সে মহিলারা নিজের নাতি-নাতনির সঙ্গে খেলাধুলা করেন, সেই বয়সে সন্তান জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিলেন জিভুবেন রাবারি।
সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম//এসবি
আরও পড়ুন