কোভিডে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও
প্রকাশিত : ১২:২৫, ২২ অক্টোবর ২০২১
কোভিড স্বাস্থ্যসেবা কর্মীদের মাঝে মারাত্মক প্রভাব ফেলছে এবং এতে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা ডব্লিউএইচও।
এ জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদানে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মনে করছেন, সংস্থাটির প্রধান তেদ্রস আধানম।
সঠিক নিয়মে বিশ্বব্যাপী টিকার বিতরণ না হওয়ার সমালোচনাও করেছেন তিনি।
১১৯ টি দেশের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে, বিশ্বে গড়ে পাঁচ জনের মধ্যে দুই জন স্বাস্থ্যকর্মী দুই ডোজ করে টিকা পেয়েছেন।
গড় সংখ্যাটা এমন হলেও, বেশিরভাগ উন্নত অঞ্চলের তুলনায় অনুন্নত অঞ্চলে টিকাপ্রাপ্তের সংখ্যা অনেকটাই কম।
আধানম বলেন, উচ্চ আয়ের দেশে দশ জনের মধ্যে আট জন টিকাপ্রাপ্ত হলেও, আফ্রিকার চিত্র ভিন্ন। সেখানে ১০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে একজনেরও কম জন সম্পূর্ণভাবে টিকা পেয়েছেন।
বেশিরভাগ দেশে যখন ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন ঠিক সেই সময় আফ্রিকার দেশগুলোতে এই হার পাঁচ শতাংশ।
এছাড়া পশ্চিমা দেশ গুলো যখন কোভিডের বুস্টার ডোজ চালু করছে ঠিক তখন বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা এখন পর্যন্ত এক ডোজ টিকাও পাননি।
এ বিষয়ে এর আগে ধনী দেশগুলোকে টিকার লাইনে না দাঁড়িয়ে, জায়গা ছেড়ে দেওয়া আহ্বান জানিয়েছিলেন ড. আইলওয়ার্ড।
বলেছিলেন, এতে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো কম আয়ের দেশকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা সরবরাহ করতে পারবে।
এর আগে দরিদ্র্য দেশগুলিতে পর্যাপ্ত টিকা সরবরাহে ব্যর্থতার কথা তুলে সংস্থাটির আরেক জৈষ্ঠ্য কর্মকর্তা বলেছিলেন, টিকা সরবরাহে সমতা না আনলে মহামারী ২০২২ সাল পর্যন্ত চলতে পারে।
সূত্র: বিবিসি
এসবি/
আরও পড়ুন