ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:২৭, ২২ অক্টোবর ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন যদি দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে আক্রমণ করে তাহলে তা প্রতিরোধ করবে যুক্তরাষ্ট্র। চীন ও তাইওয়ানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যে অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করত, বাইডেনের এমন বক্তব্যের মাধ্যমে তা এবার স্পষ্ট হয়ে উঠল। 

শুক্রবার এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করে বিবিসি জানায়, এদিন সিএনএন টাউন হলে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যা তাইওয়ানকে আমরা নিরাপত্তা দিব। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

এসময় তিনি এ কথাও স্বীকার করেন যে, তাইওয়ান নিয়ে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তীব্র সামরিক ও রাজনৈতিক চাপে আছেন। চীনের দাবি তাইওয়ান দ্বীপটি তাদের।
 
বহু বছর ধরে চীন ও তাইওয়ান বিষয়ে একটি অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করে আসছে যুক্তরাষ্ট্র। এ নীতির আওতায় তাইওয়ানকে সামরিক সহায়তাও দিয়ে আসছে ক্ষমতাধর দেশটি। কিন্তু, যুক্তরাষ্ট্র প্রশাসন আগে কখনো প্রকাশ্যে বলেনি যে, চীনা আক্রমণের সময় তারা তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসবে।

পরে অবশ্য হোয়াইট হাউস থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলা হয়েছে, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হবে না।

এদিকে, গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। 

সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। যদিও তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলেই দাবি করে আসছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি