যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ৩০ শতাংশ বেড়েছে
প্রকাশিত : ২৩:২২, ২৩ অক্টোবর ২০২১
গত বছরের কোভিড -১৯ মহামারীর সময় যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার হার প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে। সাইন্টিফিক রিপোর্টস-এর বৃহস্পতিবার প্রকাশিত গবেষণামূলক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র।
গবেষকরা চিহ্নিত করেছেন যে, মহামারীর ১৩ মাসের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রায় ৫১ হাজার ঘটনা ঘটেছে। ১ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত পূর্ববর্তী ১৩-মাসের সময়কালের তুলনায় প্রায় ৩৯ হাজার বেশি।
গবেষকরা মনে করছেন যে মহামারীতে মানসিক ও অর্থনৈতিক চাপ পাশাপাশি আগ্নেয়াস্ত্রের বিক্রি, বাড়িতে থাকার আদেশ ও সামাজিক দূরত্বের মতো পদক্ষেপ তীব্র সহিংসত্রা বৃদ্ধির জন্য দায়ী হতে পারে। তাঁরা "অনিচ্ছাকৃত সামাজিক ও অর্থনৈতিক" চাপ সম্পর্কে সচেতন হওয়ার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান।
সূত্র:বাসস
আরকে//
আরও পড়ুন