ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ার কারাগারে বন্দুকধারীর হামলা, ৫৭৫ বন্দী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৪ অক্টোবর ২০২১

শুক্রবার গভীর রাতে বন্দুকধারীরা নাইজেরিয়ার ওয়ো রাজ্যরে একটি কারাগারে হামলা করে। এ সময় ৮০০ জনেরও বেশি বন্দীকে জোর করে মুক্ত করে তারা। এটি এই বছরের তৃতীয় বড় হামলা।

কারা কর্তৃপক্ষ জানায়, হামলাকারীদের কাছে ভারি অস্ত্র ছিল। তারা কারা কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর, ডিনামাইট দিয়ে দেওয়াল ফাটিয়ে কারাগারে ঢুকে পড়ে। 

এ সময় প্রায় ৫৭৫ জন বন্দী নিখোঁজ হয়। তাদের সবাই বিচারের অপক্ষোয় ছিল। 

কারা কর্তৃপক্ষ জানায়, "বিচারের অপক্ষোয় থাকা বন্দীদের মুক্ত করা হলেও দোষীদের এবং মহিলা বন্দীদের আবাস স্থল ভাঙচুর করা হয়নি।"

নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলজুড়ে রয়েছে নিরাপত্তার সঙ্কট। যার মধ্যে রয়ছেে উত্তর-পশ্চিমের অপরাধী চক্রের দ্বারা মুক্তিপণের জন্য অপহরণ এবং উত্তর-র্পূবে ইসলামপন্থী বিদ্রোহ।

সূত্র: রয়টার্স

আরএমএ/এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি