ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নববধূকে ১.৮ লাখে বিক্রি করে দিলেন স্বামী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২৪ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:১৭, ২৪ অক্টোবর ২০২১

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

শুধুমাত্র নিজের বিলাসবহুল জীবনের শখ পূরণ করতে গিয়ে ১.৮ লাখ টাকার বিনিময়ে নববিবাহিত স্ত্রীকে বিক্রি করে দিল ১৭ বছরের নাবালক স্বামী। ঘটনায় অভিযুক্ত স্বামীর আপাতত ঠাঁই হয়েছে জুভেনাইল হোমে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশায়। বিক্রির পর বহুকষ্টে, গ্রামবাসীদের প্রতিরোধ এড়িয়ে তরুণীকে রাজস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত নাবালক স্বামীকে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।

ওডিশার বোলানগিরির সুলেকেলা গ্রামের বাসিন্দা রাজেশ রানার সঙ্গে ছাব্বিশ বছরের তরুণীর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে প্রেম। অবশেষে দুই পরিবারের সম্মতিতে গত জুলাই মাসে বিয়ে হয় তাদের।

বেলপাড়া থানার ইনস্পেক্টর ইনচার্জ বুলু মুন্ডার কথায়, 'অগাস্টে স্ত্রীকে নিয়ে রাজস্থানের একটি ইটভাটায় কাজ করতে যায় রাজেশ। সেখানে বারান গ্রামের ৫৫ বছরের এক প্রৌঢ়ের কাছে স্ত্রীকে ১.৮ লাখ টাকার বিনিময়ে বেচে দেয় সে।'

পুলিশসূত্রে খবর, বৌ-বিক্রির টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটাতে থাকে রাজেশ। কেনে অত্যাধুনিক স্মার্টফোনও। ইতিমধ্যে শ্বশুরকে ফোন করে রাজেশ জানায়, তাদের মেয়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছে। কিন্তু তরুণীর বাড়ির লোক সে কথা বিশ্বাস করেননি। তাদের অভিযোগের ভিত্তিতেই বোলানগির পুলিশ সুপার নীতিন কুসলকার একটি টিম গঠন করে তদন্ত শুরু করেন।

কিন্তু ওডিশা পুলিশের দল বারান গ্রামে পৌঁছে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন। গ্রামবাসী এবং ওই প্রৌঢ়ের দাবি ছিল, মোটা টাকার বিনিময়ে ওই তরুণীকে কেনা হয়েছে, তাকে নিয়ে যাওয়া যাবে না। অবশেষে রাজস্থান পুলিশের সহযোগিতায় তরুণীকে নিকটবর্তী থানায় নিয়ে আসে পুলিশ।

এদিকে, অভিযুক্ত রাজেশ পুলিশের কাছে দাবি করে, সে স্ত্রীকে বিক্রি করেনি, বরং হার্টের অসুখের চিকিৎসার জন্য স্ত্রীকে ৬০,০০০ টাকার বিনিময়ে বন্ধক রেখেছিল! শুক্রবার রাজেশকে জুভেনাইল কোর্টে তোলার পর হোমে পাঠানো হয়েছে। সূত্র: এই সময়

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি