ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পশ্চিম তীরে ইহুদিদের জন্য আবাসন করবে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২৫ অক্টোবর ২০২১

ইহুদি দখলদারদের জন্য পশ্চিম তীরে আবারও নতুন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পাশাপাশি এই ঘোষণার নিন্দা জানিয়েছে প্রতিবেশি দেশ জর্ডান।

রোববার ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত সরকারের কন্সট্রাকশন ও আবাসন মন্ত্রণালয় থেকে বলা হয়, পশ্চিম তীরে নতুন ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে। 

ইসরায়েলি ঘোষণার পর মন্ত্রিসভার এক সাপ্তাহিক বৈঠকে এই পরিকল্পনা ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতিয়াহ।

এই বসতি নির্মাণ পরিকল্পনাকে তিনি ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বলে আখ্যা দেন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ বিষয়ে বলেছেন, আবাসন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন।

উত্তেজনা বাড়াতে পারে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে বাধা হতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশের প্রতি আহ্বানও জানান তিনি।

১৯৬৭ সালে ছয় দিনের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ওই এলাকা দখল করেছিল ইসরায়েল।

বর্তমানে পশ্চিম তীরে প্রায় চার লাখ ৭৫ হাজার ইহুদি বসবাস করে। এসব বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।

সূত্র:আল জাজিরা 

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি