ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আইফোন অর্ডার করে পেলেন ভিম বার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:০১, ২৫ অক্টোবর ২০২১

ভারতের কেরালার এক ব্যক্তি অনলাইনে আমাজন থেকে একটি আইফোন ১২ অর্ডার করেছিলেন। কিন্তু পার্সেল হাতে পেয়ে দেখেন তাতে মোবাইল ফোনের পরিবর্তে বাসন মাজার ভিম বার এবং একটি পাঁচ টাকার কয়েন।

কেরালার বাসিন্দা নুরুল আমীন একটি আইফোন অর্ডার করেছিলেন ১২ অক্টোবর। এজন্য ৭০ হাজার টাকা কার্ডে পরিশোধ করেছিলেন তিনি।

এরপর ১৫ অক্টোবর পার্সেল টি হাতে পান। এ সময় খুলে দেখেন আইফোন ১২ এর পরিবর্তে সেখানে একটি ভিম বার  এবং পাঁচ টাকার কয়েন।

নুরুল আমিন আমাজনের এক জন নিয়মিত ক্রেতা। তাই বিষয়টি নিয়ে প্রথম থেকেই খটকা লেগেছিল তার।

তিনি বলেন , আমাজনের পণ্য সাধারণত পেতে যতটা সময় লাগে, এবারে তারচেয়ে একদিন বেশি লেগেছে। এবং পার্সেলটি সালেম নামের একটি জায়গায় একদিন আটকে ছিল।

এই খটকার কারণে আমাজনের পার্সেলটি ডেলিভারিম্যানের সামনেই খুলেছিলেন তিনি।  এসময় ভুল পার্সেলের একটি ভিডিও ধারণ করেন তিনি।

বিষয়টি তদন্ত শুরু হলে দেখা যায় অর্ডার করা আইফোনটি ২৫ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের কেউ  ব্যবহার করছে। 

সাইবার পুলিশের টিম এ বিষয়ে আমাজন কর্তৃপক্ষ এবং তেলেঙ্গানা ভিত্তিক বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেছে।

তবে অক্টোবরে অর্ডার করা ফোন কীভাবে সেপ্টেম্বর থেকে ব্যবহার করা হচ্ছে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ ঘটনার পর ক্রেতা নুরুল আমিনের টাকা ফেরত দিয়েছে আমাজন কর্তৃপক্ষ। এ বিষয়ে মামলার তদন্ত চলছে এখনও।

সূত্র: এনডিটিভি

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি